Aji Nutan Rotone

আজি নূতন রতনে ভূষণে যতনে
প্রকৃতি সতীরে সাজিয়ে দাও
আজি নূতন রতনে ভূষণে যতনে
প্রকৃতি সতীরে সাজিয়ে দাও

আজি সাগরে ভুবনে আকাশে পবনে
সাগরে ভুবনে আকাশে পবনে
নূতন কিরণ ছড়িয়ে দাও

আজি নূতন রতনে ভূষণে যতনে
প্রকৃতি সতীরে সাজিয়ে দাও

আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে
মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে
পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে
মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে

শ্যামলে কোমলে কণকে হীরকে
ভুবন ভূষিত করিয়ে দাও

আজি নূতন রতনে ভূষণে যতনে
প্রকৃতি সতীরে সাজিয়ে দাও

আজি বীণায় মুরজে স্বননে গরজে
জাগিয়া উঠুক গীতি গো
আজি হিয়ার মাঝারে জগত বাহিরে
ভরিয়া উঠুক প্রীতি গো
আজি বীণায় মুরজে স্বননে গরজে
জাগিয়া উঠুক গীতি গো
আজি হিয়ার মাঝারে জগত বাহিরে
ভরিয়া উঠুক প্রীতি গো

আজি নূতন আলোকে নূতন পুলকে
দাও গো ভাসায়ে ভূলোকে দ্যুলোকে
নূতন আলোকে নূতন পুলকে
দাও গো ভাসায়ে ভূলোকে দ্যুলোকে

নূতন হাসিতে বাসনারাশিতে
জীবন মরণ ভরিয়ে দাও

আজি নূতন রতনে ভূষণে যতনে
প্রকৃতি সতীরে সাজিয়ে দাও

আজি সাগরে ভুবনে আকাশে পবনে
নূতন কিরণ ছড়িয়ে দাও

আজি নূতন রতনে ভূষণে যতনে
প্রকৃতি সতীরে সাজিয়ে দাও



Credits
Writer(s): Dwijendralal Roy
Lyrics powered by www.musixmatch.com

Link