Momo Antor Udase

মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন চঞ্চল বাতাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন চঞ্চল বাতাসে
মম অন্তর উদাসে

জ্যোৎস্নাজড়িত নিশা
ঘুমে জাগরণে মিশা
জ্যোৎস্নাজড়িত নিশা
ঘুমে জাগরণে মিশা
বিহ্বল আকুল কার অঞ্চলসুবাসে

মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে

থাকিতে না দেয় ঘরে
কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন নন্দন-আকাশে
থাকিতে না দেয় ঘরে
কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন নন্দন-আকাশে

অতীত দিনের পারে স্মরণসাগর-ধারে
অতীত দিনের পারে স্মরণসাগর-ধারে
বেদনা লুকানো কোন ক্রন্দন-আভাসে

মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন চঞ্চল বাতাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link