Podoskholon

হোঁচট খাওয়ার পড়ে ওরা
সাপ্লাই দেয় পেইনকিলার
তবু ব্যাথা কোনো অংশে কমে না
অংশীদার বাড়ে আঘাতের

কাটা দাগগুলো যেন ছবির মত
ভবিষ্যতের ছবি আঁকে
সেই পাখিটার ডানা কাটা গেছে
তবু উড়তে হবে তাকে
উড়তে হবে তাকে
উড়তে হবে তাকে
উড়তে হবে তাকে
উড়তে হবে তাকে

বিপ্লব যেদিন ঘোষণা হয়েছিল
সেদিন তোমারও সম্মতি ছিল
তবে এখন কেন হঠাৎ
পিছিয়ে যাওয়ার তাগিদ
বিপ্লবী হারে না, বিপ্লবী জেতে শুধু
হোঁচট খায় পদে পদে
বিপ্লবীর ঘরে সব আলো নিভে গিয়ে
শুধু একটাই লালবাতি জ্বলে
লালবাতি জ্বলে
লালবাতি জ্বলে
লালবাতি জ্বলে
লালবাতি জ্বলে

বিপ্লবী হারে না, বিপ্লবী জেতে শুধু
হোঁচট খায় পদে পদে
বিপ্লবীর ঘরে সব আলো নিভে গিয়ে
শুধু একটাই লালবাতি জ্বলে
লালবাতি জ্বলে
লালবাতি জ্বলে
লালবাতি জ্বলে
লালবাতি জ্বলে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link