Tomar Pujar Chhole

তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি
বুঝতে না'রি কখন তুমি দাও যে ফাঁকি
তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি

ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁওয়ার
পিছন হতে পাই নে সুযোগ চরণ-ছোঁওয়ার
ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁওয়ার
পিছন হতে পাই নে সুযোগ চরণ-ছোঁওয়ার
স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি

তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি

দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি
আছে তো মোর তৃষা-কাতর আপন আঁখি
দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি
আছে তো মোর তৃষা-কাতর আপন আঁখি

কাজ কী আমার মন্দিরেতে আনাগোনায়
পাতব আসন আপন মনের একটি কোণায়
কাজ কী আমার মন্দিরেতে আনাগোনায়
পাতব আসন আপন মনের একটি কোণায়
সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি

তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি
বুঝতে না'রি কখন তুমি দাও যে ফাঁকি
তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি
তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link