Dil Ki Doya Hoina (Bangla Folk Song)

সব দিয়ে যার সব কেড়ে নাও
সব দিয়ে যার সব কেড়ে নাও
তারেই তো প্রাণেতে সয় না
তোমার দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?

দিন দুনিয়ার মালিক খোদা
দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?

কাঁটার আঘাত দাও গো যারে তার
কাঁটার আঘাত দাও গো যারে তার
ফুলের আঘাত সয় না
তোমার দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?

দিন দুনিয়ার মালিক খোদা
দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?

সেই দুঃখেতে বন্ধুকে মোর
সেই দুঃখেতে বন্ধুকে মোর
কবরে শোয়াই রে
দম যেন মোর যায়
আহা, দম যেন মোর যায়

দিন দুনিয়ার মালিক খোদা
দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?

যে পথেতে কাঁটায় ঘেরা
যে পথেতে কাঁটায় ঘেরা
কোন বা পথে চলবে?
আহা, কোন বা পথে চলবে?
আহা, কোন বা পথে চলবে?

যে মুখে তার ব্যথায় ভরা
যে মুখে তার ব্যথায় ভরা
কোন বা মুখে বলবে?
আহা, কোন বা মুখে বলবে?
আহা, কোন বা মুখে বলবে?

দিন দুনিয়ার মালিক খোদা
দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?



Credits
Writer(s): Paban Das Baul
Lyrics powered by www.musixmatch.com

Link