You are my Love (From "Raavan")

মন বেয়ারা, দিচ্ছে ইশারা
তোর হতে চায় আজই
নেই কোনো উপায়, নেই কোনো বাধা
সব কিছুতে মন রাজি

মন বেয়ারা, দিচ্ছে ইশারা
তোর হতে চায় আজই
নেই কোনো উপায়, নেই কোনো বাধা
সব কিছুতে মন রাজি

তোর চাহনিতে মন হারালো আজ
কী করে বল বোঝাই
তুই যদি রাজি, চল না একসাথে
আজ কোথাও হারাই

You are my love
You are my love
You are my love
You are my love

নীল খামে আনকোরা কবিতারা যেন আজ
লিখেছে প্রেমেরই ভাষা
নীল খামে আনকোরা কবিতারা যেন আজ
লিখেছে প্রেমেরই ভাষা

সময়ের সীমানা ছাড়িয়ে আজ এই মন
বুঝেছে শুধু কাছে আসা

তোর চাহনিতে মন হারালো আজ
কী করে বল বোঝাই
তুই যদি রাজি, চল না একসাথে
আজ কোথাও হারাই

You are my love
You are my love
You are my love
You are my love

চল উড়ে যাই চলে মেঘের মুলুকে
যেখানে স্বপ্নরা মেশে
চল উড়ে যাই চলে মেঘের মুলুকে
যেখানে স্বপ্নরা মেশে

আনমনে দু'জনে হারিয়ে যাবো
একসাথে প্রেমের ওই দেশে

তোর চাহনিতে মন হারালো আজ
কী করে বল বোঝাই
তুই যদি রাজি, চল না একসাথে
আজ কোথাও হারাই

You are my love
You are my love
You are my love
You are my love



Credits
Writer(s): David Wayne Bouknight
Lyrics powered by www.musixmatch.com

Link