Mon Phuler Bagicha

আমার মন ফুলের বাগিচায়
ভ্রমর এসে গান গায়
পরানের যত ক্ষত সুরের নেশায় ধুয়ে যায়

মনের ওই রাঙা পথে
আঁকাবাঁকা দিকে যত
ভবঘুরে মনটারে বারে বারে ডেকে যায়

বসন্তের এ কোকিল ডাকে কুহু কুহু করিয়া
মোর পরানটারে রেখে এলাম তোর কাছে বাঁধিয়া

রাখালিয়া বাঁশির সুরে পিঞ্জর কাঁদিলে
বসে বসে তারে শুধাই তোর কথা ভাবিয়া

নদীর ওই বুকটাতে জোয়ার আর ভাঁটা আসে
বারে বারে কূল ভেঙে কূল গড়ে দিয়ে যায়

চুড়ি রাঙ্গা শাড়ি রাঙ্গা খোপা রাঙা চুলে
মনপাখি আজ মেতে ওঠে গানের তালে তালে

নাচিতে নাচিতে মাথার ঘোমটা খানা লুটায়ে
ধামসা মাদল তালে নাচে আলতা রাঙা পায়ে

মনপাখি উড়ে যাবে, বাসা তার খালি রবে
কবে ফিরে আসবে আবার কানে কানে বলে যায়



Credits
Writer(s): Shreyasi Bhattacharjee
Lyrics powered by www.musixmatch.com

Link