Thikanahin Shohor (feat. Tarishi Mukherjee)

বুকের শেকল আগলে আছে পাথর রঙের ফুল
আগুন ছুঁয়ে তরল হলো প্রেমে পড়ার ভুল
কষ্ট পাওয়ার শব্দ কি কান পাতলে শোনা যায়?
শুকিয়ে গেছে ভেজা বালিশ তোমার অপেক্ষায়

তাই আদর মাখা চাদর নরম মাটির শেষে
ঘুম পাড়িয়ো আমায় ভালোবেসে
কোনো ঠিকানাহীন শহর নাম না জানা দেশে
পুড়িয়ে দিও আমায় ভালোবেসে

পুড়েছি আমিও আগুনের তলায়
ফিরে যাওয়ার রাস্তা খোঁজে না মন
অজানা মোড়ে বাঁক এলো যে গল্প বলায়
ইতির আগেই ফুরোয় তার জীবন
সুখ যদি সুখী হতে চায়
সমুদ্দুর মেলে না কিনারায়
গুনে যায় দিন তারার মতন

মরচে ধরা বুকের শেকল, রাত্রে ফোটা ফুল
গন্ধ হারাক তোমার মতোই প্রেমে পড়ার ভুল
ভাঙা আয়নাতে কি মুখ চাইলে দেখা যায়?
তোমার আমার থেকেও ভীষণ সময় নিরুপায়

তাই আদর মাখা চাদর নরম মাটির শেষে
ঘুম পাড়িয়ো আমায় ভালোবেসে
কোনো ঠিকানাহীন শহর নাম না জানা দেশে
পুড়িয়ে দিও আমায় ভালোবেসে



Credits
Writer(s): Rishi Panda, Shreyam Acharya
Lyrics powered by www.musixmatch.com

Link