Ami Papi (Demo)

1st verse:
আমি দেখেছি এ সত্যেরই ক্ষয়,
তাইতো নিদ্রার আগে আমি পাই শুধু ভয়
কেন মিথ্যাই হলো আজ ইতিহাস,
এ ইতিহাস! নাকি সবই হলো পরিহাস।

মিথ্যার আড়ালে সব সত্যটা ঢাকা,
তবু ব্যাঁকা পথটাই আজ আমাদের বাছা
পাপি নগরীতে যেন তৈরী এই খাঁচা
গুজবগুলো কাগজেই আজ ছাপা।

ছাপা, খুব চেনা মৃত্যু
সবাই যেন আশেপাশে শত্রু!
কারো মনে সুখ, কারো ভালোবাসা
কারো দীর্ঘশ্বাস, কারো নেই আজ আশা।

নেই! নেই কোন আশা, আজ নেই ভালোবাসা
লাগে সব হতাশা,
আমি লিখতে চাই, আমি বলতে চাই
তবু পৃথিবী সমাজ বড়ো অসহায়,
যেন অবেলায়, শিরনামহীন ভেজা চোখ দেখায়!

2nd verse:
যাচ্ছে না দিন আর কাটছে না রাত্রি,
সময়ের সাথেই আমি বদলে যাচ্ছি।
যাচ্ছি! আমি তুমি বদলে যাচ্ছি,
(চেয়েছিলে কি এই বদলে যাওয়া?)

কেন এই বদলে যাওয়া, একলা থাকা
সবই মিথ্যে ছায়া
মিথ্যে তুমি দেখো মিথ্যে বিশ্বাস,
নিচ্ছি নিশ্বাস তবু পুড়ছি আমি

পুড়ছে মন আর কতক্ষন?
জ্বলছে মস্তিস্ক কাটছে ক্ষন
আবহেলিত মন,
সবই অকারণ!

নেই কারণ, যেন সব বারণ
দেখো চেনা আমি,
অচেনা শুধু, আমারই মন



Credits
Writer(s): Rain Khalil Dolon
Lyrics powered by www.musixmatch.com

Link