Mangalbarota

সকাতরে ওই-, শোনো শোনো পিতা
কহো কানে কানে-, মঙ্গলবারতা
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা

কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা

ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা
যা কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা

Amazing grace how sweet the sound
That saved a wretch like me

সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে

I once was lost, but now I'm found
Was blind but now I see

কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে

'Twas grace hath brought us safe thus far
And grace will lead us home

তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে
And grace will lead me home
তুমি এসো কাছে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link