O Okuler Kul

ও অকূলের কূল
ও অগতির গতি
ও অনাথের নাথ
ও পতিতের পতি

ও অকূলের কূল
ও অগতির গতি
ও অনাথের নাথ
ও পতিতের পতি

ও নয়নের আলো
ও রসনার মধু
ও রতনের হার
ও পরানের বঁধু

ও অকূলের কূল
ও অগতির গতি
ও অনাথের নাথ
ও পতিতের পতি

ও অপরুপ রুপ
ও মনোহর কথা
ও চরমের সুখ
ও মরমের ব্যথা

ও ভিখারির ধন
ও অবোলার বোল
ও জনমের দোলা
ও মরণের কোল

ও অকূলের কূল
ও অগতির গতি
ও অনাথের নাথ
ও পতিতের পতি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link