Tomake Ashtei Hobe

তোমাকে আসতেই হবে আমার কাছে
তোমাকে বসতেই হবে আমার পাশে
তোমাকে শুনতেই হবে আমার কথা
তোমাকে বুঝতেই হবে আমার ব্যথা

না, তোমাকে ছাড়া আমার চলবে না
চলবে না, তোমাকে ছাড়া চলবে না

আমি তোমাকে ছাড়া
নীল জোছনা ঐ
নীল জোছনা
তোমাকে ছাড়া
দেখবো না
তোমাকে ছাড়া
নীল জোছনা ঐ
নীল জোছনা
তোমাকে ছাড়া
দেখবো না

তোমাকে আসতেই হবে আমার কাছে
তোমাকে বসতেই হবে আমার পাশে

তোমাকে ছাড়া আমার স্বপ্নগুলো
অর্থহীন দ্যোতনা
তোমাকে ছাড়া আমার জোছনাগুলো
মিথ্যে আলোর বাহানা

না, তোমাকে ছাড়া আমার চলবে না
চলবে না, তোমাকে ছাড়া চলবে না

আমি তোমাকে ছাড়া
নীল জোসনা ঐ
নীল জোসনা
তোমাকে ছাড়া
দেখবো না
তোমাকে ছাড়া
নীল জোসনা ঐ
নীল জোসনা
তোমাকে ছাড়া
দেখবো না

তোমাকে ছাড়া
তোমাকে ছাড়া
তোমাকে ছাড়া
দেখবো না

তোমাকে আসতেই হবে



Credits
Writer(s): Joy Shahriar
Lyrics powered by www.musixmatch.com

Link