Momotay Cheye Thaka

মমতায় চেয়ে থাকা সেই চোখ নেই
তুমি আছো আমি আছি আছে সকলেই
সাগর বেলায় বসে সেই মধু রাত তারাগুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত

স্বপ্নে ঘেরা ছিল অবুঝ সে দিন অজানা ব্যাথার মাঝে হয়েছে বিলিন
বালুচরে ঝরেছিল যে আঁখিজল আজো তা হয়ে আছে শিশিরে সজল
সাগর বেলায় বসে সেই মধু রাত তারাগুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত

শায়ক বেঁধা পাখী দারুন ব্যাথায় কেন জানি উড়ে যায় সেই নিরালায়
ভেঙ্গে যাওয়া পাখীটির আহত সে মন তবু কেন দেখে যায় সুখেরই স্বপন
সাগর বেলায় বসে সেই মধু রাত তারাগুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link