Shoshur Bari

চাঁদ উঠেছে মনের আকাশে,
রূপের আগুনে দেহ আমার পোড়ে।
দেয়ালে দেয়ালেতে ছবি ছেপেছি,
লাল শাড়িতে তোকে লাগে বড় Sexy।
তোমারে দেখিলে হায়,
Heartbeat Fast হয়ে যায়।
তোমায় দেখে লাগে দোলা এই মনবাড়ি
তোমায় দেখে লাগে দোলা এই মনবাড়ি
বানাবো তোর বাড়ি আমার শ্বশুরবাড়ি
বানাবো তোর বাড়ি আমার শ্বশুরবাড়ি।
পাঞ্জাবি পড়ে Selfie তুলে,
চুলেতে Brush করে, চোখে চোখ পরে।
রাজপুত্তুর সেজে ঘোড়ায় চেপে এসে,
সানাই বাজিয়ে তুলব আমার ঘরে।
তোমারে দেখিলে হায়,
Heartbeat Fast হয়ে যায়।
তোমায় দেখে লাগে দোলা এই মনবাড়ি
তোমায় দেখে লাগে দোলা এই মনবাড়ি
বানাবো তোর বাড়ি আমার শ্বশুরবাড়ি
বানাবো তোর বাড়ি আমার শ্বশুরবাড়ি।
ও সুন্দরী কি মায়া ছড়াইলি
Chance পেয়ে Dance মেরে
মন তো কাড়িলি
ও সুন্দরী কি মায়া ছড়াইলি
Chance পেয়ে Dance মেরে
মন তো কাড়িলি
তোমায় দেখে লাগে দোলা এই মনবাড়ি
তোমায় দেখে লাগে দোলা এই মনবাড়ি
বানাবো তোর বাড়ি আমার শ্বশুরবাড়ি
বানাবো তোর বাড়ি আমার শ্বশুরবাড়ি।



Credits
Writer(s): Ainan
Lyrics powered by www.musixmatch.com

Link