Gaibona Premer Gaan

ঘরের অন্ধকারে
মশার কামড়ে
বন বন করে ঘুরছে
আমার ceiling fan

ফাটা ফাটা সেই শব্দটা
আর মাথার ভেতরে যন্ত্রনা
আর অবশ হয়ে আসা
আমার hand

তোমাকে জানিনা
শুনিনা
মানিনা
তোমার এতো অহংকার

আমার বালিশে
চেপেছি
কেঁদেছি
চোখ ফুলে গেছে আমার

সেই তুমি
আজও অচেনা
তবু চেনা আমার গীতবিতান
ভালোবাসা মানে শুধু নয়
গেয়ে যাবো আমি প্রেমের গান

আমি নই Shakespeare
হতে চাইনা রবীন্দ্রনাথ
আমি শুধুই আমারই
তুমি খুঁজে নিয় তোমারই গান

প্রেমের গান
গাইবোনা আমি প্রেমের গান

সকাল হয়ে আসে
আসে কতঃ কতঃ phone calls
বেরিয়ে পরি formal পরে
রোজ নেই কোনো অবসর

রবিবারে আসে ছুটি
তুমি শোনাও তোমার plan
আবার সেই মশার কামড়
আর বন বন ঘরে ceiling fan

তোমাকে জানিনা
শুনিনা
মানিনা
তোমার এত অহংকার

আমার বালিশে
চেপেছি
কেঁদেছি
চোখ ফুলে গাছে আমার

সেই তুমি আজও অচেনা
তবু চেনা আমার গীতবিতান
ভালোবাসা মানে শুধু নয়
গেয়ে যাবো আমি প্রেমের গান

আমি নয় Shakespeare
হতে চাইনা রবীন্দ্রনাথ
আমি শুধুই আমারই
তুমি খুঁজে নিও তোমারই গান

গাইবোনা আমি প্রেমের গান
গাইবোনা আমি প্রেমের গান



Credits
Writer(s): Imon Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link