Rang Lagale Bone Bone

রঙ লাগালে বনে বনে
কে রঙ লাগালে বনে বনে
ঢেউ জাগালে সমীরণে
কে রঙ লাগালে বনে বনে

আজ ভুবনের দুয়ার খোলা
দোল দিয়েছে বনের দোলা
দে দোল, দে দোল, দে দোল
আজ ভুবনের দুয়ার খোলা
দোল দিয়েছে বনের দোলা
দে দোল, দে দোল, দে দোল
কোন ভোলা সে ভাবে ভোলা খেলায়
প্রাঙ্গণে, প্রাঙ্গণে, প্রাঙ্গণে

কে রঙ লাগালে বনে বনে

আন বাঁশি, আন রে, তোর আন রে বাঁশি
উঠল সুর উচ্ছ্বাসি ফাগুন বাতাসে
আজ দে ছড়িয়ে
ছড়িয়ে শেষ বেলাকার কান্না-হাসি
আন বাঁশি
আন বাঁশি, আন রে, তোর আন রে বাঁশি
উঠল সুর উচ্ছ্বাসি ফাগুন বাতাসে
আজ দে ছড়িয়ে
ছড়িয়ে শেষ বেলাকার কান্না-হাসি
আন বাঁশি

সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর
বিদায়-রাতি করবে মধুর
সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর
বিদায়-রাতি করবে মধুর
মাতল আজি অস্তসাগর
সুরের প্লাবনে, প্লাবনে

কে রঙ লাগালে বনে বনে
কে রঙ লাগালে বনে বনে
ঢেউ জাগালে সমীরণে
কে রঙ লাগালে বনে বনে



Credits
Writer(s): Dwijen Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link