Sundar Bote Tabo Angadkhani

সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত

খড়্গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আঁকা সে
গরুড়ের পাখা রক্ত রবির রাগে যেন গো অস্ত-আকাশে

জীবন-শেষের শেষ জাগরণসম ঝলসিছে মহাবেদনা
নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা
জীবন-শেষের শেষ জাগরণসম ঝলসিছে মহাবেদনা
নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
খড়্গ তোমার, হে দেব ব্রজপাণি, চরম শোভায় রচিত

সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link