Allah Balo Mon Re Pakhi

আল্লাহ বলো মন রে পাখি
একবার আল্লাহ বলো মন রে পাখি

ভবে কেউ কারো নয় দুঃখের দুখী
কেউ কারো নয় দুঃখের দুখী

আল্লাহ বলো মন রে পাখি
একবার আল্লাহ বলো মন রে পাখি

ভুলো না রে ভব ভ্রান্ত কাজে
আখেরে এসব কাণ্ড মিছে
ভুলো না রে ভব কাণ্ড কাজে
আখেরে এসব কান্ড মিছে

ভবে আসতে একা যেতে একা
আসতে একা যেতে একা
এ ভব-পিরিতের ফল আছে কি?

আল্লাহ বলো মন রে পাখি
একবার আল্লাহ বলো মন রে পাখি

হাওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই
বাড়ির বাহির করবেন সবাই
হওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই
বাড়ির বাহির করবেন সবাই

বোনরে, কেবা আপন পর কে তখন
কেবা আপন পর কে তখন
দেখে শুনে খেদে ঝরবে আঁখি

আল্লাহ বলো মন রে পাখি
একবার আল্লাহ বলো মন রে পাখি

গোরেরও কিনারে যখন লয়ে যায়
কাঁদিয়ে সবাই পরান ত্যাজতে চায়
গোরেরও কিনারে যখন লয়ে যায়
কাঁদিয়ে সবাই পরান ত্যাজতে চায়

লালন বলে, "কেউ কারো গোরে কেউ না যায়"
লালন বলে, "কারো গোরে কেউ না যায়"
থাকিতে মন হয় একাকি

আল্লাহ বলো মন রে পাখি
একবার আল্লাহ বলো মন রে পাখি

ভবে কেউ কারো নয় দুঃখের দুখী
কেউ কারো নয় দুঃখের দুখী

আল্লাহ বলো মন রে পাখি
একবার আল্লাহ বলো মন রে পাখি

বলো মন রে পাখি
বলো মন রে পাখি



Credits
Writer(s): Lalan Shah
Lyrics powered by www.musixmatch.com

Link