Kulpi (Title Track)

মুখোশের ভিড়ে সবাই
প্রতিশ্রুতি যার যত
দিয়ে গেল অবিকল
মিথ্যে সব আশা ক্ষত

কাছে তোমায় না পাবার
আজও বড়োই যন্ত্রণা
ব্যথার পাহাড় এ বুকে
চাইছে তোমার সান্ত্বনা

দেখেছি অনেক মানুষ
আমি এই দুনিয়ায়
মান আর হুঁশ কি কেবল
বই-খাতায় পাওয়া যায়

দেখেছি অনেক মানুষ
আমি এই দুনিয়ায়
মান আর হুঁশ কি কেবল
বই-খাতায় পাওয়া যায়

Size-এ ছোট তাই
Unfit এই জমানায়
दिल का राजा আমি
শ্রী কুলপি মহাশয়



Credits
Writer(s): Hrishi Pandey, Supratip Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link