Je Amake Bhalobashe

যে আমাকে ভালোবাসে, ভালো চোখে দেখে না সে
যে আমাকে ভালোবাসে, ভালো চোখে দেখে না সে

সেই আমার বিষের বাঁশি
সেই আমার মধুর হাসি

যে আমাকে ভালোবাসে, ভালো চোখে দেখে না সে
যে আমাকে ভালোবাসে, ভালো চোখে দেখে না সে

আমারই প্রতিদিনের প্রতিটি কাজের মাঝে
তারই সে হাতের কাঁকন ছন্দবিহীন বাজে
ও, আমারই প্রতিদিনের প্রতিটি কাজের মাঝে
তারই সে হাতের কাঁকন ছন্দবিহীন বাজে
সে কথা বললে তারে নিবিড় করে হাসে

সেই আমার বিষের বাঁশি
সেই আমার মধুর হাসি

যে আমাকে ভালোবাসে, ভালো চোখে দেখে না সে

যখনই বলি তারে চোখেরই আড়াল হলে
দেবো যে হঠাৎ কখন মনের বাঁধন খুলে
ও, যখনই বলি তারে চোখেরই আড়াল হলে
দেবো যে হঠাৎ কখন মনের বাঁধন খুলে
তখনই কাজল চোখে কান্না নেমে আসে

সেই আমার বিষের বাঁশি
সেই আমার মধুর হাসি

যে আমাকে ভালোবাসে, ভালো চোখে দেখে না সে
যে আমাকে ভালোবাসে, ভালো চোখে দেখে না সে
যে আমাকে ভালোবাসে, ভালো চোখে দেখে না সে



Credits
Writer(s): Moniruzzaman Monir
Lyrics powered by www.musixmatch.com

Link