He Naropishach (feat. Koel Mallick & Indranil Sengupta)

হে নরপিশাচ, তোর মৃত্যু আজ
ঘনিয়ে এলো যে আজ এই পলে
হৃদয় আমার আজ মৃত্যুর তালে তালে
প্রতিশোধের এই আগুন যে জ্বলে
ন্যায়ের রসনা জুটলো যে টলে

গান নায়, গান নয়
অন্য কিছু দেখতে চাই

গান আমার আজ অশ্রু হোক
প্রলয় আজ নাচের ছন্দ হোক

ঘিরেছে ঘোর অন্ধকার আজ চারিদিকে আমার
অত্যাচারীর পাপের আগুনে জ্বলেছে চারিধার
এসেছে ঘোর দুঃসময়, ভাগ্য যে প্রতিকূল হায়
মৃত্যুনিদ কাছে আমার, এই জীবন আজ মানলো হায়
মৃত্যুতে আমার শেষ বেদনা
বেদনা

অ্যাই, এর চেয়ে অনেক বেশি যন্ত্রণা দিয়েছিস আমাকে
আমার শরীরটা ঘোড়ার সঙ্গে বেঁধে টেনে নিয়ে গিয়ে
আমার রক্তে ধূলিবাড়ির রাস্তা ভিজিয়েছিস
আজ আমি এই প্রাসাদ ভেজাবো
তোর চোখের জল আর রক্তে
সেই একই জায়গায়, একই খেলা খেলবো আমি
আয়!
আজ এই নাচমহলেই হবে আমার ফুলশয্যা আর তোর দাহনশয্যা
এখন এই সময় আমার

ব্রহ্মা কি পারেন স্বয়ং মুছতে তার লেখা ভাগ্যকে?
অত্যাচারের শাস্তি তোর পাবি অনন্ত নরকে
বিধির লিখন মুছবি যে তুই এমন কে তুই শক্তিমান
সীতার অভিশাপে দেখ ধ্বংস হলো রাজা রাবণ
পাপবাসনা কখনও হবে না পূরণ
নারীর সম্মান নষ্টে নিশ্চিত মরণ

সেই নারী আমি গাইছি এই গান
শেষ হবি তুই, হারাবি প্রাণ
অসুরসংহারে শক্তিরূপিণী অষ্টভূজা, সে খড়গধারিণী
কালরূপারই খড়গের আঘাতে খণ্ড খণ্ড হবে সর্ব অঙ্গ তোর

ক্রোধের আগুন আজ জ্বলছে প্রখর
নারীশক্তি যে চায় বলি তোর
মৃত্যু যে তোর, মৃত্যু যে তোর
মৃত্যু যে তোর, মৃত্যু যে তোর



Credits
Writer(s): Chandrani Gannguli, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link