Jabar Bela Shesh Kothati

যাবার বেলা শেষ কথাটি যাও বলে
যাও বলে
যাবার বেলা শেষ কথাটি যাও বলে
কোনখানে যে মন লুকানো দাও বলে
যাও বলে
যাবার বেলা শেষ কথাটি যাও বলে

চপল লীলা ছলনাভরে
বেদনখানি আড়াল করে
চপল লীলা ছলনাভরে
বেদনখানি আড়াল করে
যে বাণী তব হয়নি বলা নাও বলে
যাও বলে

যাবার বেলা শেষ কথাটি যাও বলে

হাসির বাণে হেনেছ কত শ্লেষকথা
নয়নজলে ভরো গো আজি শেষ কথা
হাসির বাণে হেনেছ কত শ্লেষকথা

হায় রে অভিমানিনী নারী
বিরহ হল দ্বিগুণ ভারী
হায় রে অভিমানিনী নারী
বিরহ হল দ্বিগুণ ভারী
দানের ডালি ফিরায়ে নিতে চাও বলে
যাও বলে

যাবার বেলা শেষ কথাটি যাও বলে
যাও বলে
যাবার বেলা শেষ কথাটি যাও বলে
কোনখানে যে মন লুকানো দাও বলে
যাও বলে
যাবার বেলা শেষ কথাটি যাও বলে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link