Jibone Amar Joto

জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত
জীবনে আমার যত আনন্দ
সবার মাঝারে আজিকে তোমারে স্মরিব জীবননাথ
জীবনে আমার

যে দিন তোমার জগত নিরখি হরষে পরান উঠেছে পুলকি
যে দিন তোমার জগত নিরখি হরষে পরান উঠেছে পুলকি
সে দিন আমার নয়নে হয়েছে তোমার নয়নপাত

বারে বারে তুমি আপনার হাতে স্বাদে সৌরভে গানে
বাহির হইতে পরশ করেছ অন্তরমাঝখানে
বারে বারে তুমি আপনার হাতে স্বাদে সৌরভে গানে
বাহির হইতে পরশ করেছ অন্তরমাঝখানে

পিতা-মাতা-ভ্রাতা, সব পরিবার, মিত্র আমার, পুত্র আমার
সকলের সাথে প্রবেশি হৃদয়ে তুমি আছ মোর সাথ

জীবনে আমার যত আনন্দ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link