Sakol Janom Bhore

সকল জনম ভরে
ও মোর দরদিয়া
সকল জনম ভরে
ও মোর দরদিয়া
কাঁদি কাঁদাই তোরে
ও মোর দরদিয়া
ও মোর দরদিয়া
সকল জনম ভরে
ও মোর দরদিয়া

আছ হৃদয়-মাঝে
সেথা কতই ব্যথা বাজে
ওগো এ কি তোমায় সাজে
ও মোর দরদিয়া
ও মোর দরদিয়া

সকল জনম ভরে
ও মোর দরদিয়া

এই দুয়ার-দেওয়া ঘরে
কভু আঁধার নাহি সরে
তবু আছ তারি 'পরে
ও মোর দরদিয়া

এই দুয়ার-দেওয়া ঘরে
কভু আঁধার নাহি সরে
তবু আছ তারি 'পরে
ও মোর দরদিয়া

সেথা আসন হয় নি পাতা
সেথা মালা হয় নি গাঁথা
আমার লজ্জাতে হেঁট মাথা
ও মোর দরদিয়া
ও মোর দরদিয়া

সকল জনম ভরে
ও মোর দরদিয়া



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link