Ghum Nei Chokhe

ঘুম নেই চোখে
রাত্রি জেগে রই একসাথে নির্জনে

রাতজাগা একটি পাখি হঠাৎ করে ডাকাডাকি
ভয় করো না, আছি আমি পাশে
মন চায় শুধুই বলে যেতে
না পারলো কে আজ না মেতে
সব পাওয়ার সম্ভাবনার সুখে
সব পাওয়ার সম্ভাবনার সুখে
সব পাওয়ার সম্ভাবনার সুখে

ঘুম নেই চোখে, নেই চোখে
ঘুম, নেই চোখে, নেই চোখে

লাগে একটু ভয় ভয়
এ রাত্রি যদিও শেষ হয়
আজ আকাশে যত তারা
সাক্ষী তারা ছন্নছাড়া

ভাবনাগুলো আমায় ডেকে বলে
"একটু পরে শেষ হবে রাত
পড়বে মনে হয়তো হঠাৎ
এই একটা রাত থাকুক অমর হয়ে
এই একটা রাত থাকুক অমর হয়ে
এই একটা রাত থাকুক অমর হয়ে"

ঘুম নেই চোখে, নেই চোখে
ঘুম নেই চোখে, নেই চোখে
নেই চোখে

ঘুম



Credits
Writer(s): Ishmamul Farhad, Ishmamul Farhad Elin
Lyrics powered by www.musixmatch.com

Link