Bhalobasa Mane

ভালোবাসা মানে সাজানো গল্পে
হঠাৎ মোচড় শেষটায়
ভালোবাসা মানে এমনি হওয়া
হয় না কোনো চেষ্টায়

ভালোবাসা মানে জেনেশুনে
কিছু কিছু ভুল করা
ভালোবাসা মানে দু'হাত দিয়ে
স্বপ্ন মুঠোয় ধরা

ভালোবাসা মানে সাজানো গল্পে
হঠাৎ মোচড় শেষটায়
ভালোবাসা মানে এমনি হওয়া
হয় না কোনো চেষ্টায়

ভালোবাসা মানে জেনেশুনে
কিছু কিছু ভুল করা
ভালোবাসা মানে দু'হাত দিয়ে
স্বপ্ন মুঠোয় ধরা

ভালোবাসে মানে নিজেকে আবার
নতুন করে দেখা
ভালোবাসা মানে আমার কথা
অন্য কারো লেখা

ভালোবাসে মানে নিজেকে আবার
নতুন করে দেখা
ভালোবাসা মানে আমার কথা
অন্য কারো লেখা

ভালোবাসা মানে ভালোবেসে কেউ
বারবার মরে যায়

ভালোবাসা মানে সাজানো গল্পে
হঠাৎ মোচড় শেষটায়
ভালোবাসা মানে এমনি হওয়া
হয় না কোনো চেষ্টায়

ভালোবাসা মানে তোমাকে ভেবে
আমাকে ভুলে থাকা
ভালোবাসা মানে পাওয়া না-পাওয়ায়
নিজেকে বিভোর রাখা

ভালোবাসা মানে তোমাকে ভেবে
আমাকে ভুলে থাকা
ভালোবাসা মানে পাওয়া না-পাওয়ায়
নিজেকে বিভোর রাখা

ভালোবাসা মানে অন্য পৃথিবী
দু'চোখ দেখতে পায়

ভালোবাসা মানে সাজানো গল্পে
হঠাৎ মোচড় শেষটায়
ভালোবাসা মানে এমনি হওয়া
হয় না কোনো চেষ্টায়

ভালোবাসা মানে জেনেশুনে
কিছু কিছু ভুল করা
ভালোবাসা মানে দু'হাত দিয়ে
স্বপ্ন মুঠোয় ধরা

ভালোবাসা মানে সাজানো গল্পে
হঠাৎ মোচড় শেষটায়
ভালোবাসা মানে এমনি হওয়া
হয় না কোনো চেষ্টায়

ভালোবাসা মানে জেনেশুনে
কিছু কিছু ভুল করা
ভালোবাসা মানে দু'হাত দিয়ে
স্বপ্ন মুঠোয় ধরা



Credits
Writer(s): Debaprasad Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link