Chilekothay Gorbe Basa

চিলেকোঠায় গড়বে বাসা ছোট্ট চড়ুই পাখি
জানলা-ছোঁয়া ভোরের রোদে তৃপ্ত হবে আঁখি
উঠোন জুড়ে জোছনা চাদর ভাঙবে দখিন হাওয়া
এমন একটা নিজের বাসা কবে হবে পাওয়া?

চিলেকোঠায় গড়বে বাসা ছোট্ট চড়ুই পাখি
জানলা-ছোঁয়া ভোরের রোদে তৃপ্ত হবে আঁখি
উঠোন জুড়ে জোছনা চাদর ভাঙবে দখিন হাওয়া
এমন একটা নিজের বাসা কবে হবে পাওয়া?
(কবে হবে পাওয়া?)

আকাশ-জলে শব্দ এসে মন মাতাবে সুরে
চাঁদের ওপর বাজবে নূপুর অলস স্বপ্নপুরে
এমন একটা নিজের বাসা খুব বেশি কি চাওয়া?
এমন একটা নিজের বাসা কবে হবে পাওয়া?
(কবে হবে পাওয়া?)

চিলেকোঠায় গড়বে বাসা ছোট্ট চড়ুই পাখি
জানলা-ছোঁয়া ভোরের রোদে তৃপ্ত হবে আঁখি
উঠোন জুড়ে জোছনা চাদর ভাঙবে দখিন হাওয়া
এমন একটা নিজের বাসা কবে হবে পাওয়া?
(কবে হবে পাওয়া?)

আকাশ-জলে শব্দ এসে মন মাতাবে সুরে
চাঁদের ওপর বাজবে নূপুর অলস স্বপ্নপুরে
এমন একটা নিজের বাসা খুব বেশি কি চাওয়া?
এমন একটা নিজের বাসা কবে হবে পাওয়া?

চিলেকোঠায় গড়বে বাসা ছোট্ট চড়ুই পাখি
জানলা-ছোঁয়া ভোরের রোদে তৃপ্ত হবে আঁখি
উঠোন জুড়ে জোছনা চাদর ভাঙবে দখিন হাওয়া
এমন একটা নিজের বাসা কবে হবে পাওয়া?



Credits
Writer(s): Julfiqur Rasel
Lyrics powered by www.musixmatch.com

Link