Ishara

হঠাৎ তার দেখা
চোখে কত কথা
তবে মনে ব্যাথা
আড়াল করে রাখা

প্রথম দেখার ছবি গুলো ভেসে ওঠে
তুমি আমার দিকে চেয়ে মুচকি হেসে
আমি মাতাল হয়ে গিয়ে প্রেমে পড়ে
তোমার, চোখের ইশারায়!

আবার তার দেখা
(চোখে চোখে কথা, তবে মনে ব্যাথা)
অবাক চেয়ে থাকা
(তবে মনে ব্যাথা, আড়ালে রাখা)
আমার মনে আঁকা
(আড়ালে রাখা, কত কি যে আঁকা)
তোমার ভালবাসা

প্রথম দেখার ছবি গুলো ভেসে ওঠে
তুমি আমার দিকে চেয়ে মুচকি হেসে
আমি মাতাল হয়ে গিয়ে প্রেমে পড়ে
তোমার, চোখের ইশারায়!



Credits
Writer(s): Shadman Sakib Prohor
Lyrics powered by www.musixmatch.com

Link