Eaki Sathe Eaki Pathe

একই সাথে একই পথে সারা জীবনে
একই আশার স্বপ্ন চোখে দেখবো দুজনে
একই সাথে একই পথে সারা জীবনে
একই আশার স্বপ্ন চোখে দেখবো দুজনে

একই সুরে গাইবো রে ভাই এই জীবনের গান
একই সাথে বলবো দুজন 'বন্ধু আমার প্রাণ'

একই সাথে একই পথে সারা জীবনে
একই আশার স্বপ্ন চোখে দেখবো দুজনে
একই সুরে গাইবো রে ভাই এই জীবনের গান

বন্ধুরে তোর জিত হলে সে তো আমার জয়
বন্ধুরে তুই হেরে গেলে আমার পরাজয়
বন্ধুরে তোর জিত হলে সে তো আমার জয়
বন্ধুরে তুই হেরে গেলে আমার পরাজয়
লড়বো, লড়ে জিতবো এই জীবনের সব খেলা

আকাশ জুড়ে সূর্য তারা থাকবে যতদিন
আমরা দুজন বন্ধু হয়ে থাকবো ততদিন
আকাশ জুড়ে সূর্য তারা থাকবে যতদিন
আমরা দুজন বন্ধু হয়ে থাকবো ততদিন
জীবনের হাসি কান্নাতে জানি থাকবো পাশাপাশি



Credits
Writer(s): Gautam Susmit, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link