Hay Re Piriti

আমায় কাঁদিয়ে তুই চলে গেলি
জানি না রে কি সুখ পেলি
বলনা আমায় সুখে আছিস তো?
আমি না হয় পাগল কবি
কথা বলি আজগবি
তুই তো চালাক সেটা মানিস তো?

আমায় কাঁদিয়ে তুই চলে গেলি
জানি না রে কি সুখ পেলি
বলনা আমায় সুখে আছিস তো?
আমি না হয় পাগল কবি
কথা বলি আজগবি
তুই তো চালাক সেটা মানিস তো?
তাই গেলি বুক চিরে
আর দেখলি না কো ফিরে
আমি আজও তোরই সেটা জানিস তো?
হায়রে পিরিতি দোহায়
আর ঝরাস না এ চোখের জল
হায়রে পিরিতি দোহায়
আর ঝরাস না এ চোখের জল

তোকে ছাড়া অন্য কিছু
বোঝে নি রে মন
তাই তোর স্মৃতি নিয়ে কাঁদি
সারাক্ষণ...

ওওওওওও...
তোকে ছাড়া অন্য কিছু
বোঝে নি রে মন
তাই তোর স্মৃতি নিয়ে কাঁদি
সারাক্ষণ
ভাবতাম তুই বুঝি রে
ছেড়ে যাবি না
সব তোর অভিনয় তা জানা ছিলনা
তাই একলা করে গেলি
বুঝি অন্য বাসা পেলি
সব স্বপ্ন কেড়ে সুখে আছিস তো?
হায়রে পিরিতি দোহায়
আর ঝরাস না এ চোখের জল
হায়রে পিরিতি দোহায়
আর ঝরাস না এ চোখের জল
আর ঝরাস না এ চোখের জল
আর ঝরাস না এ চোখের জল...



Credits
Writer(s): Rajat Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link