Ogostya Yatra

কিছু মানুষ চোখ দিয়ে কষ্ট প্রকাশ করে
কিছু মানুষ হৃদয় দিয়ে কষ্ট শুকিয়ে মরে

আবেগটাকে প্রশ্রয় দিয়ে ভালোবেসেছি আমি তোমাকে

কেন জড়িয়ে না নিয়ে
ভালোবাসা হারালে
নিজেকে আড়াল করে
কষ্টকে আপন জানালে

কেন জড়িয়ে না নিয়ে
ভালোবাসা হারালে
নিজেকে আড়াল করে
কষ্টকে আপন জানালে

শূন্য তরীতে বসে একা
আকাশ পানে চেয়ে থাকা
ক্যানভাসটাও আজো ফাঁকা
নেই কোনো ছবি আঁকা

শূন্য তরীতে বসে একা
আকাশ পানে চেয়ে থাকা
ক্যানভাসটাও আজো ফাঁকা
নেই কোনো ছবি আঁকা

তুমি আমি আজ মুখোমুখি নীরবতা পালনের গান শুনি

কেন জড়িয়ে না নিয়ে
ভালোবাসা হারালে
নিজেকে আড়াল করে
কষ্টকে আপন জানালে

কেন জড়িয়ে না নিয়ে
ভালোবাসা হারালে
নিজেকে আড়াল করে
কষ্টকে আপন জানালে



Credits
Writer(s): Nickson Rizvi
Lyrics powered by www.musixmatch.com

Link