Bhulbona Aar

ওরা ভুলে যাক, তবু ভুলতে দিস না আমায়

ছোট ছোট গল্প সল্প কল্পনাতে
আঁটকে থাকার ইচ্ছে যত আমার
আঁকরে রাখার আঁকরে থাকার ফাঁদে
ঝাপতে থাকার কেচ্ছা যত আমার
কত শত ছবি আর ভাবি কত কথা
রাত দিন কেটে যায় স্বপ্ন ভাঙ্গে অযথা
শূন্যতায় ঘিরে আমার ব্যার্থতায়
টেনে তুলিস, তোরাই আমায়

ভুলবোনা আর, ভুলবোনা আমি তোদের
সম্পর্কটা বাঁচুক আমাদের
ছাড়বোনা আর, ছাড়বোনা আমি তোদের
নিভে গেলে জ্বলবো মাঝে তোদের
ভুলবোনা আর, ভুলবোনা আমি তোদের
সম্পর্কটা বাঁচুক আমাদের

ছাড়বোনা আর, ছাড়বোনা আমি তোদের
নিভে গেলে জ্বলে, রবো মাঝে তোদের (Ey, Yo!)
গল্পের শুরুতে একা, কেউ যে আমায় না বুঝে
মানুষ গুলো বলতো আবার, "এই ছেলেটা কাকে খুঁজে?"
লাল রঙের জামার ভেতর মনটা তখন আমায় বলতো
"নিজের মতো নিজে থাকবি যাদের লাগবে নিবে খুঁজে"
এভাবে একজন থেকে দুইজন থেকে চারজন থেকে ছয়
এদিকে হাজার থেকে লাখে মানুষ তবু থাকা নয়
আমার সত্যি বলতে মনে একটাই খালি ভয়
এটা স্বপ্নের মতো হলেও যেন স্বপ্ন না হয়
আমি দিনের পরে দিন খেঁটে ভুলে গেলাম রাত
আমি ঘুমানোর সময় আলো দেখে বুঝলাম ঘুম বাদ
আমার ক্লাস আছে হয়তো এখন অন্তিক তুই ভাগ
এখন ক্লাসের মধ্যে পারলে একটু থাকিস সজাগ!
Man I'll be fighting like lightin'
যেটা আমার জন্য নতুন না
সত্যি তোরা থাকলে পাশে ভয় কোনদিন করবোনা
আমি ভুলবোনা আমার শুরু পালটে দিতে দেবোনা ওদের কে
আমার মধ্যে তারা খুঁজে পাবে দেখলে তোদের কে

ভুলবোনা আর
ভুলবোনা আমি তোদের
সম্পর্কটা বাঁচুক আমাদের
ছাড়বোনা আর
ছাড়বোনা আমি তোদের
নিভে গেলে জ্বলবো মাঝে তোদের

ভুলবোনা আর
ভুলবোনা আমি তোদের
ভুলে যাবো না
ভুলতে দিস না তোরা আমাকে!



Credits
Writer(s): Antik Mahmud, Subhro Raha
Lyrics powered by www.musixmatch.com

Link