Ki Debo Tomar Naam

ভাবছি কী দেবো তোমার নাম
বর্ণমালায় রেখেছি দু'চোখ
আদরে আদ্যাক্ষর ভালোবাসায় বন্ধু তোমায়

ভাবছি কী দেবো তোমার নাম
বর্ণমালায় রেখেছি দু'চোখ
আদরে আদ্যাক্ষর ভালোবাসায় বন্ধু তোমায়

বুকেরই ভেতরে সুখেরই স্নিগ্ধতায়
ভালোবাসা গাইছে মুগ্ধতায়
বুকেরই ভেতরে সুখেরই স্নিগ্ধতায়
ভালোবাসা গাইছে মুগ্ধতায়

নির্জনতায় অনাবিল মগ্নতায়
অবুঝ প্রেম খোঁজে তোমায়
ভাবছি তোমায় আজ এই সন্ধ্যাতারায়
জোনাকিরা সব খোঁজে তোমায়

বুকেরই ভেতরে সুখেরই স্নিগ্ধতায়
ভালোবাসা গাইছে মুগ্ধতায়

জড়িয়ে আছো নিবিড় ছায়ারই মতো
নিয়ে মায়া জড়িয়ে আমায়
ও, গিটার হাতে সুরেরই মূর্ছনায়
গাইছি এ গান ভালোবাসায়

বুকেরই ভেতরে সুখেরই স্নিগ্ধতায়
ভালোবাসা গাইছে মুগ্ধতায়

ভাবছি কী দেবো তোমার নাম
বর্ণমালায় রেখেছি দু'চোখ
আদরে আদ্যাক্ষর ভালোবাসায় বন্ধু তোমায়

বুকেরই ভেতরে সুখেরই স্নিগ্ধতায়
ভালোবাসা গাইছে মুগ্ধতায়
বুকেরই ভেতরে সুখেরই স্নিগ্ধতায়
ভালোবাসা গাইছে মুগ্ধতায়



Credits
Writer(s): Moni Zaman
Lyrics powered by www.musixmatch.com

Link