Biraso Din

বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে
বিরস দিন বিরল কাজ

একেলা রই...
একেলা রই অলসমন, নীরব এই ভবনকোণ
ভাঙিলে দ্বার...
ভাঙিলে দ্বার কোন সে ক্ষণ অপরাজিত ওহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে

বিরস দিন বিরল কাজ

কানন-'পরছায়া বুলায়, ঘনায় ঘনঘটা
গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা
যেথা যে রয়...
যেথা যে রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয়রথ
আঁখি তোমার...
আঁখি তোমার তড়িতবৎ ঘনঘুমের মোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে

বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে
বিরস দিন বিরল কাজ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link