Ki Jadu Jane, Pt. 2

কী জাদু জানে, ও কী জানে
ওই দুটি চোখের তারা

আমি আজ তোমার মাঝেতে হারা
আমি আজ তোমার মাঝেতে হারা

কী জাদু জানে, ও কী জানে
ওই দুটি চোখের তারা

আমি আজ তোমার মাঝেতে হারা
আমি আজ তোমার মাঝেতে হারা

সাজালে যদি গো নিজেরে সাজালে
চরণে যদি গো নূপুর বাজালে
সাজালে যদি গো নিজেরে সাজালে
চরণে যদি গো নূপুর বাজালে
পাই না খুঁজে তবু তোমার মনের সাড়া

আমি আজ তোমার মাঝেতে হারা
আমি আজ তোমার মাঝেতে হারা

কী জাদু জানে, ও কী জানে
ওই দুটি চোখের তারা

আমি আজ তোমার মাঝেতে হারা
আমি আজ তোমার মাঝেতে হারা

তোমারে পেয়েছি বাঁধতে এ হিয়া
ভুলি যে কেমনে বলো গো, ও প্রিয়া
তোমারে পেয়েছি বাঁধতে এ হিয়া
ভুলি যে কেমনে বলো গো, ও প্রিয়া
তোমারে পেয়েছি বাঁধতে এ হিয়া

রূপের ছটাতে কেন গো জড়ালে
যদি না মনেরই মাধুরি ঝরালে
রূপের ছটাতে কেন গো জড়ালে
যদি না মনেরই মাধুরি ঝরালে
চাই না এ ভূবনে কিছুই তোমায় ছাড়া

আমি আজ তোমার মাঝেতে হারা
আমি আজ তোমার মাঝেতে হারা

কী জাদু জানে, ও কী জানে
ওই দুটি চোখের তারা

আমি আজ তোমার মাঝেতে হারা
আমি আজ তোমার মাঝেতে হারা



Credits
Writer(s): Sudhin Dasgupta, Pabitra Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link