Jadukar

কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর
বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়
যুদ্ধ বা সন্ধিই পরিচয়

হারাইনি, খুন হয়েছি, জাদুকর
ভেঙেছি, তবু নতজানু বসে নেই, জাদুকর
শূন্য corridor-এ পদচিহ্ন রেখে যাই
আগামীর বার্তা জানাই

হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বনি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায়

ভাবছো তুমি চুপচাপ শহরে
Graffiti আঁকা দেয়াল জুড়ে
রক্তের দাগ ছড়িয়ে দেবে নিয়তির শরীরে
বুকের পাঁজরে

হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বনি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায়

কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর



Credits
Writer(s): Ziaur Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link