Sudhijan Shono

শুধু আজ নয়, প্রতিদিন
সাত-পাঁচ ভাবনা আর দুঃস্বপ্ন মেখে
ঘুম ভাঙ্গে আমার
তোমরা কেমন আছ?
তোমরা কি আমলকী গাছের ছায়ায়
মোষের বিষণ্ণ ডাক শুনে আনমনা হও
আগেকার মত?

শোনো সুধীজন
শোনো প্রিয়জন

শুধু আজ নয়, প্রতি রাত
তোমাদের পরকাল ভেবে
তোমাদের কথা ভেবে ঘুমহীন রাত জাগি
নগরবাসীরা শোনো
তোমাদের অন্যায়, আমাদের অবহেলা
মিশে কোন নরক মাতায়
তা জানো কি?

শোনো সুধীজন
শোনো প্রিয়জন

শুধু শেষ নয়, শুরুতেই
বড়শির আঁকশিতে বিঁধে
আকাশের দিকে পিঠ হাজার চড়ক ঘুরছে
নীচে কত হাততালি মেরে
উল্লাসে ফেটে গেছো কতবার
ঝুলন্ত মানুষের ব্যথা ছবি রাঙা চোখে চেয়ে
তা মানো কি?

শোনো সুধীজন
শোনো প্রিয়জন
শোনো সুধীজন
শোনো প্রিয়জন
শোনো সুধীজন
শোনো প্রিয়জন
শোনো সুধীজন



Credits
Writer(s): Mohiner Ghoraguli
Lyrics powered by www.musixmatch.com

Link