Siamer din hok kiamer rat

সিয়ামের দিন হোক কিয়ামের রাত
গুণাহের মাফ পেতে তোলো দুই হাত
অনুতাপে অনুভবে হয়ে যাও নত
রমাদানে রহমত ঝরে অবিরত

আরশের মালিকের অবারিত ক্ষমা
পেতে পারো রোজাদার তুলে মোনাজাত

কুরানের পাতা খুলে পড়ো একে একে
আমলের খাতা ভরো হরফের নেকে
হাদীসের বাণী পড়ে ভরে নাও মন
ইবাদাতে কেটে যাক দিবানিশি ক্ষণ

অবসর চলফেরা জিকিরের হোক
সব পাপ ঝরে যাক ভিজে আঁখিপাত
ইতেকাফ করো তুমি মালিকের ঘরে
কদরের রাতে রব পাপ ক্ষমা করে

যতো বেশি পারা যায় ইবাদাতে রও
রমাদানে মালিকের কাছাকাছি হও
হায়াতের গাছ থেকে ঝরে যায় পাতা
খুলে খুলে দেখো তুমি আমলের খাতা

কবরের কথা ভাবো হাশরের মাঠ
কাফনের আবরণে লাশ বাহি খাট
কতো পাপ করা হলো জানা অজানায়
বেহিসেব ক্ষমা ছাড়া পাবেনা নাযাত



Credits
Writer(s): Rakibul Minar
Lyrics powered by www.musixmatch.com

Link