Amar Nazrul

তোমার জীবন তুমুল সাক্ষরতা
ফুটিয়েছিলে বিদ্রোহেরই হুল
প্রেমে তোমায় নতুন করে পাওয়া
আমার তুমি কাজী নজরুল

তোমার জীবন তুমুল সাক্ষরতা
ফুটিয়েছিলে বিদ্রোহেরই হুল
প্রেমে তোমার নতুন করে পাওয়া
আমার তুমি কাজী নজরুল

সাম্প্রদায়িক ভালোবাসার স্বরে
তোমার গানে বৃটিশ কেঁপেছিলো
বিদ্রোহেরই আগুনে অক্ষরে
তোমার কথা বাতাস পৌঁছে দিলো

আজও তুমি দারুচিনির দেশে
দেখছো কারো আঁচল-ভরা ফুল
নয়নভরা জলে বেঁচে আছো
আমার তুমি কাজী নজরুল

কে খেলেনি সুনীল সাগর জলে
মোমের পুতুল অঞ্জলি সঙ্গীতে
প্রেমের কন্ঠ দূর দ্বীপ অঞ্চলে
ছড়িয়ে পড়ছে বর্ষা এবং শীতে

বাংলা জুড়ে নিশীথ স্বপন-সম
শাওন রাতে বেঁধে খোপার চুল
কন্যা বলে, সবচেয়ে প্রিয়তম
আমার তুমি কাজী নজরুল

আমার তুমি কাজী নজরুল
আমার তুমি কাজী নজরুল
আমার তুমি কাজী নজরুল



Credits
Writer(s): Durbadal Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link