Saradin Machite Jalay

আমায় সারাদিন মাছিতে জ্বালায়, রাইতে কামড়ায় মশা
ছাড়পোকাতে কামড়ায় যেই চেয়ারে থাকি বসা
আমায় সারাদিন মাছিতে জ্বালায়, রাইতে কামড়ায় মশা
ছাড়পোকাতে কামড়ায় যেই চেয়ারে থাকি বসা
(আমার নাম হইলো মফিজ)

আমার মতো হয় না যেন কারো এমন দশা রে
আমার মতো হয় না যেন কারো এমন দশা

লাল পিঁপড়ায় কামড়ায় আমায় পা রাখিলে মাটিতে
তেলাপোকা হাঁইটা বেড়ায় আমার থালা-বাটিতে
লাল পিঁপড়ায় কামড়ায় আমায় পা রাখিলে মাটিতে
তেলাপোকা হাঁইটা বেড়ায় আমার থালা-বাটিতে

মনটা আমার ছিল্যা দিসে, ছোলে যেমন শসা
(আমার নাম হইলো মফিজ)

আমার মতো হয় না যেন কারো এমন দশা রে
আমার মতো হয় না যেন কারো এমন দশা

উইপোকা উইড়া বেড়ায় ঘরের বেড়া কাটিয়া
ঘুণপোকায় খাইলো আমার সেগুন কাঠের খাটিয়া
উইপোকা উইড়া বেড়ায় ঘরের বেড়া কাটিয়া
ঘুণপোকায় খাইলো আমার সেগুন কাঠের খাটিয়া

এই কপালে দিনে-রাইতে লাগসে দুখের ঘষা
(আমার নাম হইলো মফিজ)

আমার মতো হয় না যেন কারো এমন দশা রে
আমার মতো হয় না যেন কারো এমন দশা

আমায় সারাদিন মাছিতে জ্বালায়, রাইতে কামড়ায় মশা
ছাড়পোকাতে কামড়ায় যেই চেয়ারে থাকি বসা
আমায় সারাদিন মাছিতে জ্বালায়, রাইতে কামড়ায় মশা
ছাড়পোকাতে কামড়ায় যেই চেয়ারে থাকি বসা
(আমার নাম হইলো মফিজ)

আমার মতো হয় না যেন কারো এমন দশা রে
আমার মতো হয় না যেন কারো এমন দশা



Credits
Writer(s): Delowar Arjuda Sharaf
Lyrics powered by www.musixmatch.com

Link