Jano Na

তুমি জানো না
পাশে রবো আমি?
ওর সাথে তুমি আছো কি?
আমার শত বেদনায়
উড়ি আকাশের পথে কি আর-
আছো আমার?
জানি না কেন তুমি আমার সাথে দৌড়ে যাবে
সারা রাত্রে তুমি আমার সাথে রবে নাকি?
আমার অপরাধে তুমি যতবারই
আমার কবিতাতে আজও আমার

যত দুরেই, রবে তুমি মনের গভিরে

জানি না কেন তোমার রূপই
আধারে চোখে দেখি
আমার যত স্রিঙ্খালতা জেন তুমি সাথে আমারই
পাশে পাশে
দুরে দুরে
তোমার যত ত্রুটি তে আমি তোমারি সাথী



Credits
Writer(s): Ehtesham Ali Moeen, Farhan Faiyaz
Lyrics powered by www.musixmatch.com

Link