Anek Kaler Jatra Amar

অনেককালের যাত্রা আমার
অনেক দূরের পথে
প্রথম বাহির হয়েছিলেম
প্রথম আলোর রথে
গ্রহে তারায় বেঁকে বেঁকে
পথের চিহ্ন এলেম এঁকে
কত যে লোক-লোকান্তরের
অরণ্যে পর্বতে

সবার চেয়ে কাছে আসা
সবার চেয়ে দূর
বড়ো কঠিন সাধনা, যার
বড়ো সহজ সুর
পরের দ্বারে ফিরে, শেষে
আসে পথিক আপন দেশে
বাহির-ভুবন ঘুরে মেলে
অন্তরের ঠাকুর

"এই যে তুমি" এই কথাটি
বলব আমি বলে
কত দিকেই চোখ ফেরালেম
কত পথেই চলে
ভরিয়ে জগৎ লক্ষ ধারায়
"আছ আছ"র স্রোত বহে যায়
"কই তুমি কই" এই কাঁদনের
নয়ন-জলে গলে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link