Pater Bhela Bhasai

পাতার ভেলা ভাসাই, ভাসাই নীরে
পাতার ভেলা ভাসাই
পিছন-পানে চাই নে, চাই নে ফিরে
পাতার ভেলা ভাসাই

কর্ম আমার বোঝাই ফেলা
খেলা আমার চলার খেলা
হয় নি আমার আসন মেলা
ঘর বাঁধি নি স্রোতের তীরে

পাতার ভেলা ভাসাই

বাঁধন যখন বাঁধতে আসে
ভাগ্য আমার তখন হাসে
হাসে, হাসে
বাঁধন যখন বাঁধতে আসে

ধুলা-ওড়া হাওয়ার ডাকে
পথ যে টেনে লয় আমাকে
নতুন নতুন বাঁকে বাঁকে
গান দিয়ে যাই ধরিত্রীরে

পাতার ভেলা ভাসাই, ভাসাই নীরে
পাতার ভেলা ভাসাই
পিছন-পানে চাই নে, চাই নে ফিরে
পাতার ভেলা ভাসাই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link