Valobashi Priya Re (feat. Rasel Rahman & Yesta Alam)

কিছু স্বপ্ন পেল আজ
পূর্ণতার দেখা
তুমি হবে শুধু আমার
বলছে হাতের রেখা
ছুয়ে থাকো হৃদয়ে
সুখে রাখব জরিয়ে
এ বাধন ছিঁড়ে যাবেনা দূরে
ভালবাসি প্রিয়ারে
কাছে আয় খুব আদরে
ভালবাসি প্রিয়ারে
তুমিহীনা
যায় না বাচারে

তুমি এলে জীবনে যখন
সবকিছুই রঙ্গিন তখন
তোমার মায়ায় থাকি ডুবে
বল তুমি কি গো আমার হবে?
ছুয়ে থাকো হৃদয়ে
সুখে রাখব জরিয়ে
এ বাধন ছিড়ে যাবেনা দূরে
ভালবাসি প্রিয়ারে
কাছে আয় খুব আদরে
ভালবাসি প্রিয়ারে
তুমিহীনা
যায় না বাচারে

ছিলে না গো তুমি যখন
আধার ছিল সারা ভুবন
আলো হয়ে এসে তুমি
করে নিলে তুমি আমায় আপন
ছুয়ে থাকো হৃদয়ে
সুখে রাখব জরিয়ে
এ বাধন ছিড়ে যাবেনা দূরে
ভালবাসি প্রিয়ারে
কাছে আয় খুব আদরে
ভালবাসি প্রিয়ারে
তুমিহীনা
যায় না বাচারে



Credits
Writer(s): Ar Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link