Raai

রাই, ঘন মেঘে অকাল শ্রাবণে কী করো সন্ধান
যাও ফেলে অভিসারে মৃদু আতরের পিছুটান
মনের আড়ালে, মনের আড়ালে নেই সাধ
জাগিতে-ঘুমাতে খোঁজে কানুর, কানুর, কানুর দীঘল নয়ান

রাই, কানুর চুলে থির বিজুরির সে কী গো অভিমান
সই, গেলে চলে বুঝি বিছরি মোহন বয়ান
মনের আড়ালে, মনের আড়ালে নেই সাধ
দিবানিশি মধুর প্রমাদ গোনে, গোনে, গোনে বঁধুয়ার পরান, পরান



Credits
Writer(s): Sravan Bhattacharyya
Lyrics powered by www.musixmatch.com

Link