Duko

খারাপ লাগে যে প্রতিবার দেরি করালে
অকারণে রেগে ঝগড়ার রেশ বাড়ালে
খারাপ লাগে যে প্রতিবার দেরি করালে (বুঝেও বোঝো না)
অকারণে রেগে ঝগড়ার রেশ বাড়ালে (সময় চেনো না)

কী যে তুমি ব্যস্ত সারাক্ষণ, থাকো সারাদিন নিখোঁজ
তবু না থাকলে পাশে একা মনে খুঁজে যাই রোজ

দেখালে কী জাদু-দুকো-দুকো, দুকো-দুকো-দুকো, কঠিন এ পথ চলা
দেখালে কী জাদু-দুকো-দুকো, দুকো-দুকো-দুকো, কঠিন এ পথ চলা
দেখালে কী জাদু-দুকো-দুকো, দুকো-দুকো-দুকো, কঠিন এ পথ চলা
দেখালে কী জাদু-দুকো-দুকো, দুকো-দুকো-দুকো, কঠিন এ পথ চলা

আটকে পড়োনি কোনো প্রশ্নের জবাবে
অভিমান জমা করা ছিল যে স্বভাবে
তোমার রঙিন দিন, আমার সাদামাটা
এর চেয়ে তো ভালো হতো হাত ছেড়ে পথ হাঁটা
বাড়ে যে নেশা শুধু তুমি পাশে থাকলে
রাগ যায় মুছে তুমি ভালোবেসে ডাকলে

কারণে অকারণে চোখের জল ঝরালে
ফিরে চলে যাও কেন আমি হাত বাড়ালে?
কারণে অকারণে চোখের জল ঝরালে
ফিরে চলে যাও কেন আমি হাত বাড়ালে?

মন যে অসুস্থ সারাক্ষণ, আর চোখে ঘুম নিখোঁজ
তবু না থাকলে পাশে একা মনে খুঁজে যাই রোজ

দেখালে কী জাদু, কঠিন এ পথ চলা
দেখালে কী জাদু, কঠিন এ পথ চলা

দেখালে কী জাদু-দুকো-দুকো, দুকো-দুকো-দুকো, কঠিন এ পথ চলা
দেখালে কী জাদু-দুকো-দুকো, দুকো-দুকো-দুকো, কঠিন এ পথ চলা
দেখালে কী জাদু-দুকো-দুকো, দুকো-দুকো-দুকো, কঠিন এ পথ চলা
দেখালে কী জাদু-দুকো-দুকো, দুকো-দুকো-দুকো, কঠিন এ পথ চলা



Credits
Writer(s): Rishi Panda
Lyrics powered by www.musixmatch.com

Link