Biraho Madhur Holo

বিরহ মধুর হল আজি মধুরাতে
বিরহ মধুর হল আজি মধুরাতে
গভীর রাগিণী উঠে বাজি বেদনাতে
বিরহ মধুর হল আজি মধুরাতে
বিরহ মধুর হল আজি মধুরাতে

ভরি দিয়া পূর্ণিমানিশা অধীর অদর্শনতৃষা
ভরি দিয়া পূর্ণিমানিশা অধীর অদর্শনতৃষা
কী করুণ মরীচিকা আনে আঁখিপাতে

বিরহ মধুর হল আজি মধুরাতে
বিরহ মধুর হল আজি মধুরাতে

সুদূরের সুগন্ধধারা বায়ুভরে
পরানে আমার পথহারা ঘুরে মরে
সুদূরের সুগন্ধধারা বায়ুভরে
পরানে আমার পথহারা ঘুরে মরে

কার বাণী কোন সুরে তালে মর্মরে পল্লবজালে
কার বাণী কোন সুরে তালে মর্মরে পল্লবজালে
বাজে মম মঞ্জীররাজি সাথে সাথে

বিরহ মধুর হল আজি মধুরাতে
বিরহ মধুর হল আজি মধুরাতে
গভীর রাগিণী উঠে বাজি বেদনাতে
বিরহ মধুর হল আজি মধুরাতে
বিরহ মধুর হল আজি মধুরাতে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link