Iskaboner Bibi

নিয়ে যাবো তীরে নতুন অতিথিরে
জীবনের এটুকু দাবি
ভেঙ্গে দিয়ে তালা, তাই বলি পা চালা
নইলে ধরা পড়ে যাবি

নিয়ে যাবো তীরে নতুন অতিথিরে
জীবনের এটুকু দাবি
ভেঙ্গে দিয়ে তালা, তাই বলি পা চালা
নইলে ধরা পড়ে যাবি
ইস্কাবনের বিবি, ইস্কাবনের বিবি

এ সভ্যতায় পাখিরা গায়
গাছের আনাচে-কানাচে
তাকিয়ে দেখ বেচারা এক
তোকে ছুঁয়ে বেঁচে আছে

এ সভ্যতায় পাখিরা গায়
গাছের আনাচে কানাচে
তাকিয়ে দেখ বেচারা এক
তোকে ছুঁয়ে বেঁচে আছে

তার জীবনের এটুকু দাবি
মেনে কি মন মেশাবি
তার জীবনের এটুকু দাবি
মেনে কি মন মেশাবি
ইস্কাবনের বিবি, ইস্কাবনের বিবি

নীরবতার মাদকতায়
আহত হয় যে পাখি
এ বুকে তার অবহেলার
স্মৃতিকে বাঁচিয়ে রাখি

নীরবতার মাদকতায়
আহত হয় যে পাখি
এ বুকে তার অবহেলার
স্মৃতিকে বাঁচিয়ে রাখি

চল সীমানা পেরিয়ে ভাবি
থামলে ধরা পড়ে যাবি
চল সীমানা পেরিয়ে ভাবি
থামলে ধরা পড়ে যাবি
ইস্কাবনের বিবি, ইস্কাবনের বিবি
ইস্কাবনের বিবি, ইস্কাবনের বিবি

নিয়ে যাবো তীরে নতুন অতিথিরে
জীবনের এটুকু দাবি
ভেঙ্গে দিয়ে তালা, তাই বলি পা চালা
নইলে ধরা পড়ে যাবি

নিয়ে যাবো তীরে নতুন অতিথিরে
জীবনের এটুকু দাবি
ভেঙ্গে দিয়ে তালা, তাই বলি পা চালা
নইলে ধরা পড়ে যাবি
ইস্কাবনের বিবি, ইস্কাবনের বিবি



Credits
Writer(s): Anindya Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link