Bhalobasa

তুমি কি এখনো আমার জন্য
রাত জেগে বসে থাকো
ভীরু দুই চোখে দাঁত কেটে নখে
জানলায় মুখ রাখো

এখনো কি তুমি সব দুষ্টুমি
মনে করে হাসো ফিক
মনে উঠে ঝড় অবিনশ্বর
প্রতিমা ভাসিয়ে দিক

অচিন সে দেশে পথে অবশেষে
আঁকে কে তিলক মাটি
কলা মান্দাসে খোলা মাঠ ভাসে
দাওয়া কি শীতলপাটি

আজও কি কথায় গল্প গড়ায়
হালকা রেখেছো বুকে
শ্রাবস্তী সুখ বৃষ্টি লেখায়
রোদ ফেলে রাখে বুকে

প্রহর কি ঘোরে ঘরে ও দুয়ারে
দৃশ্যরা ছিঁড়ে যায়
কার অভিষেকে গোধূলির মেঘ
দিগন্তে গান গায়

মাঠ ভাঙ্গা আলে শরীর মাতালে
চাঁদ নিভে যায় যাক
আবরণ খুলে অবয়ব ছুঁলে
পাপ হবে, হয়ে যাক

নীতিকথামালা চাক ভাঙ্গা বুকে
বউকথাকও পাখি
নীতিকথামালা চাক ভাঙ্গা বুকে
বউকথাকও পাখি

পাখি, তোর ঠোঁটে যদি ভুল করে
একবার ঠোঁট রাখি
পাখি, তোর ঠোঁটে যদি ভুল করে
একবার ঠোঁট রাখি

পাখি, তোর ঠোঁটে যদি ভুল করে
একবার ঠোঁট রাখি



Credits
Writer(s): Durbadal Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link