Gane Gane Sobar (Hip Hop)

গানে গানে সবার মন ভরাবো
এ আমার জীবনের চির বাসনা
গানে গানে সবার মন ভরাবো
এ আমার জীবনের চির বাসনা

সবার আশিষ নিয়ে শুরু হলো
আমার জীবনপথে সুর সাধনা
সুর সাধনা

গানে গানে সবার মন ভরাবো
এ আমার জীবনের চির বাসনা

এত ভালোবাসা, ছিল না তো আর চাওয়া
পেয়েছি চাওয়ার বেশি তোমাদের জন্য
সুরে সুরে আজ তাই সবারে তা জানাই
তোমাদের কাছে এসে আমি যে ধন্য

আর কিছু চাই না, শুধু চিরদিন
পাই যেন তোমাদের শুভকামনা
শুভকামনা

গানে গানে সবার মন ভরাবো
এ আমার জীবনের চির বাসনা

চায় মনপ্রাণ শুধু আমার এই গান
থাকে যেন তোমাদের হৃদয়মাঝে
ও, জীবনের খেলাতে হেরে যেতে যেতে
পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে

আজ আমি শিল্পী, এই পরিচয়
এগিয়ে যাওয়ার পথে থাক প্রেরণা
থাক প্রেরণা

গানে গানে সবার মন ভরাবো
এ আমার জীবনের চির বাসনা

সবার আশিষ নিয়ে শুরু হলো
আমার জীবনপথে সুর সাধনা
সুর সাধনা

গানে গানে সবার মন ভরাবো
এ আমার জীবনের চির বাসনা
গানে গানে সবার মন ভরাবো
এ আমার জীবনের চির বাসনা



Credits
Writer(s): Moslem Molla
Lyrics powered by www.musixmatch.com

Link